শিফন সাহেবের ফ্যাক্টরি হতে নির্গত ধোঁয়ায় বায়ুমণ্ডলের তাপমাত্রা দিন দিন বাড়ছে। আবার গণি মিয়া লাঙ্গল দিয়ে ধান চাষ করার ফলে জমির উর্বরতা দিন দিন কমে যাচ্ছে। অন্যদিকে নিহারদের এলাকার নদীটি প্রায় ভরাট হওয়ায় এর পানি ধারণক্ষমতা কমে এলাকার চারদিকে পানি ছড়িয়ে পড়ায় মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে।
ক) পরিস্রাবণ কাকে বলে?
খ) ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে আসে কেন?
গ) শিফন সাহেব দ্বারা সৃষ্ট সমস্যাটি নদী ও বিলের পানিতে কী ধরনের প্রভাব ফেলবে?
ঘ) উদ্দীপকের গণি মিয়া ও নিহারের এলাকায় সৃষ্ট সমস্যা দুইটিই কি পরিবেশের জন্য হুমকিস্বরূপ? বিশ্লেষণ করো।
পরিস্রাবণ কাকে বলে?
ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে আসে কেন?
শিফন সাহেব দ্বারা সৃষ্ট সমস্যাটি নদী ও বিলের পানিতে কী ধরনের প্রভাব ফেলবে?
উদ্দীপকের গণি মিয়া ও নিহারের এলাকায় সৃষ্ট সমস্যা দুইটিই কি পরিবেশের জন্য হুমকিস্বরূপ? বিশ্লেষণ করো।