অন্বেষার জামাটি যে তন্তু দিয়ে তৈরি তাকে তন্তুর রানি বলা হয়। অন্য দিকে তার বোন আরিবার দুটো জামার একটি বীজ তন্তু থেকে অন্যটি পশুর লোম থেকে তৈরি।
ক) পলিমার কাকে বলে?
খ) রাবার দীর্ঘদিন রেখে দিলে নষ্ট হয়ে যায় কেন?
গ) অন্বেষার জামার তন্তু থেকে সুতা তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করো।
ঘ) তুমি কি মনে করো, আরিবার দুটো জামা শীতকালে ব্যবহারের জন্য উপযোগী? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
পলিমার কাকে বলে?
রাবার দীর্ঘদিন রেখে দিলে নষ্ট হয়ে যায় কেন?
অন্বেষার জামার তন্তু থেকে সুতা তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করো।
তুমি কি মনে করো, আরিবার দুটো জামা শীতকালে ব্যবহারের জন্য উপযোগী? উত্তরের সপক্ষে যুক্তি দাও।