আশা ও দিশা স্কুলে যাওয়ার পথে রাস্তার দুধারে পাট গাছ দেখে মুগ্ধ হয়। আশা এমন একটি জামা পরেছিল যার তন্তু অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখলে অনেকটা নলের মতো দেখায়। আর দিশার জামার তন্তু পশম থেকে তৈরি।
ক) পলিমারকরণ প্রক্রিয়া কাকে বলে?
খ) পলিথিন, পিভিসি পাইপ এগুলোকে থার্মোপ্লাস্টিকস বলা হয় কেন?
গ) উদ্দীপকের উদ্ভিদ থেকে কীভাবে আঁশ আলাদা করা যায়- বর্ণনা করো।
ঘ) আশা ও দিশার জামার তন্তুর বৈশিষ্ট্য উল্লেখ করে কোনটি অধিক টেকসই যুক্তি দাও।
পলিমারকরণ প্রক্রিয়া কাকে বলে?
পলিথিন, পিভিসি পাইপ এগুলোকে থার্মোপ্লাস্টিকস বলা হয় কেন?
উদ্দীপকের উদ্ভিদ থেকে কীভাবে আঁশ আলাদা করা যায়- বর্ণনা করো।
আশা ও দিশার জামার তন্তুর বৈশিষ্ট্য উল্লেখ করে কোনটি অধিক টেকসই যুক্তি দাও।