তাসনিমের জন্মদিনে মা একটি জামা উপহার দিলেন যার তন্তু এক প্রজাতির পোকার গুটি থেকে সংগ্রহ করা হয়। তার ছোট ভাই তাওসিফের মন খারাপ হবে এই ভেবে তার জন্য মা প্লাস্টিকের তৈরি একটি খেলনা গাড়ি নিয়ে আসলেন।
ক) জিনিং কাকে বলে?
খ) নাইলনকে কেন নন-সেলুলোজিক কৃত্রিম তন্তু বলা হয়?
গ) তাসনিমের উপহার হিসেবে পাওয়া সামগ্রীটির সুতা তৈরির পদ্ধতি ব্যাখ্যা করো।
ঘ) তাওসিফের খেলনা গাড়ি তৈরির উপকরণটি কি পরিবেশবান্ধব? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
জিনিং কাকে বলে?
নাইলনকে কেন নন-সেলুলোজিক কৃত্রিম তন্তু বলা হয়?
তাসনিমের উপহার হিসেবে পাওয়া সামগ্রীটির সুতা তৈরির পদ্ধতি ব্যাখ্যা করো।
তাওসিফের খেলনা গাড়ি তৈরির উপকরণটি কি পরিবেশবান্ধব? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।