মকবুল সাহেব তার বাসায় 100W এর ৬টি বাল্ব, 70W এর ৪টি ফ্যান এবং 200W এর একটি ফ্রিজ ব্যবহার করেন। বাল্বগুলো প্রতিদিন ৬ ঘণ্টা, ফ্যানগুলো ৭ ঘণ্টা এবং ফ্রিজটি ২০ ঘণ্টা চলে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৫ টাকা।
ক) লোডশেডিং কাকে বলে?
খ) ২২০V কথাটির অর্থ ব্যাখ্যা করো।
গ) মকবুল সাহেবের এপ্রিল মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসবে নির্ণয় করো।
ঘ) মকবুল সাহেব যদি 100W এর পরিবর্তে 25W এর এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করেন তাহলে তার বিদ্যুৎ বিলের কী রূপ পরিবর্তন হবে বিশ্লেষণ করো।
লোডশেডিং কাকে বলে?
২২০V কথাটির অর্থ ব্যাখ্যা করো।
মকবুল সাহেবের এপ্রিল মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসবে নির্ণয় করো।
মকবুল সাহেব যদি 100W এর পরিবর্তে 25W এর এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করেন তাহলে তার বিদ্যুৎ বিলের কী রূপ পরিবর্তন হবে বিশ্লেষণ করো।