রাসেল পড়ার সময় প্রতিদিন ৭ ঘণ্টা ১০০ ওয়াটের একটি বাতি ব্যবহার করে। অপরদিকে কামাল ৩০ দিনের জন্য প্রতিদিন ৫ ঘণ্টা ৪০ ওয়াটের একটি সাধারণ বাতি এবং জামাল ২৪ ওয়াটের একটি এনার্জি বাতি জ্বালায়। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৬.৫০ টাকা।
ক) তড়িৎ বিশ্লেষণ কাকে বলে?
খ) তড়িতের সিস্টেম লসের কারণ ব্যাখ্যা করো।
গ) রাসেলের ব্যয়িত বিদ্যুৎশক্তি কিলোওয়াট-ঘণ্টা এককে নির্ণয় করো।
ঘ) আর্থিক বিবেচনায় কামাল ও জামালের মধ্যে কে মিতব্যয়ী? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
তড়িৎ বিশ্লেষণ কাকে বলে?
তড়িতের সিস্টেম লসের কারণ ব্যাখ্যা করো।
রাসেলের ব্যয়িত বিদ্যুৎশক্তি কিলোওয়াট-ঘণ্টা এককে নির্ণয় করো।
আর্থিক বিবেচনায় কামাল ও জামালের মধ্যে কে মিতব্যয়ী? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।