একটি যৌগের শতকরা সংযুতি হচ্ছে N = 36.8% এবং O = 63.2% এর আণবিক ভর 76।
ক) মোলার আয়তন কাকে বলে?
খ) অবস্থানান্তর মৌল বলতে কী বুঝ?
গ) উদ্দীপকের মৌলদ্বয়ের বিক্রিয়ায় তাপের পরিবর্তন ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকে উল্লিখিত N ও Oএর শতকরা সংযুতি ও তাদের আণবিক ভর হতে দেখাও যে, আণবিক সংকেত ও স্থুল সংকেত অভিন্ন।