শামীমা বাড়ির সব কাজে এবং রান্নার কাজেও নদীর পানি ব্যবহার করে। কিন্তু নদীর পানিতে জীবাণু থাকায় এক সমাজকর্মী তাকে এই পানি ব্যবহার করতে নিষেধ করেন। সমাজকর্মী বলেন যে, নদীর পানি প্রতিনিয়ত দূষিত হচ্ছে এবং তা রোধ করতে জনসচেতনতাই একমাত্র পন্থা।
ক) লোনা পানি কাকে বলে?
খ) পানিকে উভধর্মী পদার্থ বলা হয় কেন?
গ) উদ্দীপকের পদার্থকে বোতলজাত করার পদ্ধতি ব্যাখ্যা করো।
ঘ) সমাজকর্মীর শেষ উক্তিটি বিশ্লেষণ করো।
লোনা পানি কাকে বলে?
পানিকে উভধর্মী পদার্থ বলা হয় কেন?
উদ্দীপকের পদার্থকে বোতলজাত করার পদ্ধতি ব্যাখ্যা করো।
সমাজকর্মীর শেষ উক্তিটি বিশ্লেষণ করো।