শৈলীদের বাড়ি নদীর পাড়ে। পানি সংগ্রহের অন্য কোনো ব্যবস্থা না থাকায় তাদের নদীর পানি ব্যবহার করতে হয়। এজন্য তার মা একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে নদীর ঘোলা পানি থেকে অদ্রবণীয় ময়লা দূর করেন। কিন্তু তাদের সব সময় নানা ধরনের পেটের সমস্যা লেগেই থাকে।
ক) গলনাঙ্ক কাকে বলে?
খ) ইরি হ্রদকে কেন মরা হ্রদ বলা হয়?
গ) শৈলীর মা পানি পরিষ্কার করতে কোন পদ্ধতি ব্যবহার করেন? ব্যাখ্যা করো।
ঘ) উল্লিখিত সমস্যা দূরীকরণে শৈলীর মায়ের কোন পদ্ধতিগুলো অবলম্বন করা উচিত? যুক্তি-সহ মতামত দাও।
গলনাঙ্ক কাকে বলে?
ইরি হ্রদকে কেন মরা হ্রদ বলা হয়?
শৈলীর মা পানি পরিষ্কার করতে কোন পদ্ধতি ব্যবহার করেন? ব্যাখ্যা করো।
উল্লিখিত সমস্যা দূরীকরণে শৈলীর মায়ের কোন পদ্ধতিগুলো অবলম্বন করা উচিত? যুক্তি-সহ মতামত দাও।