M ও N দুটি ধাতুর আকরিক। M আকরিকের ধাতুটি বাতাসে বাদামী বর্ণের আবরণ সৃষ্টি করে এবং ক্ষয়প্রাপ্ত হয়। N আকরিকের ধাতুটি আর্দ্র বাতাসে ক্ষয়প্রাপ্ত হয় না এবং উড়োজাহাজের বডি তৈরিতে এর সংকর ধাতু ব্যবহৃত হয়।
ক) জারণ সংখ্যা কাকে বলে?
খ) পরমাণুতে বর্ণালির সৃষ্টি হয় কেন?
গ) উদ্দীপকের কোন আকরিকটি ঘনীকরণে রাসায়নিক পদ্ধতি ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের আকরিক দুটি থেকে একই পদ্ধতিতে নিষ্কাশন সম্ভব কিনা? বিশ্লেষণ করো।