(i) ক্যালামাইন (ii) বক্সাইট (iii) কপার পাইরাইট।
ক) লিমোনাইটের সংকেত কী?
খ) 'হাইড্রোফিলিক' এবং 'হাইড্রোফোবিক' বলতে কী বোঝ?
গ) (i) নং এবং (ii) নং এর ধাতুদ্বয় নিষ্কাশনের ক্ষেত্রে দুটি ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় কেন?
ঘ) (iii) নং আকরিক থেকে 99.99% বিশুদ্ধ কপার কীভাবে পাবে? বিশ্লেষণ করো।