আমাদের প্রয়োজনীয় দুটি ধাতু হলো: (i) অ্যালুমিনিয়াম, (ii) লোহা।
ক) গ্যালভানিক কোষ কী?
খ) বক্সাইট এবং গ্যালেনা আকরিকদ্বয়ের মধ্যে তাপজারণ প্রযোজ্য কোন আকরিকের ক্ষেত্রে?
গ) আকরিক থেকে উদ্দীপকের (i) নং মৌলটির নিষ্কাশন প্রক্রিয়া সমীরকণসহ বর্ণনা করো।
ঘ) উদ্দীপকে উল্লিখিত মৌলদ্বয়কে যদি খোলা বাতাসে রাখা হয় তবে একটি মৌল ক্ষয়প্রাপ্ত হলেও অন্যটি হয় না সমীকরণসহ বিশ্লেষণ করো।