পর্যায় সারণীতে আটটি পর্যায় রয়েছে।
গ্রুপ ৪ থেকে ১২ পর্যন্ত প্রতিটি গ্রুপে ১০টি করে মৌল রয়েছে।
পর্যায় সারণীর ২ নম্বর পর্যায়ে ১৮টি মৌল রয়েছে।
গ্রুপ ১৮ পর্যায় সারণীর একেবারে বামদিকে অবস্থিত।
একই পর্যায়ে বাম থেকে ডানদিকে মৌলগুলির বৈশিষ্ট্যগুলিও একই থাকে।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।