গ্রিন হাউজ গ্যাসের প্রভাবে মাটির তাপমাত্রা বৃদ্ধি পায় না।
ক্লোরোফ্লুরোকার্বন (CFC) গ্রিন হাউজ গ্যাস হিসাবে কাজ করে।
গ্রিন হাউজ গ্যাস উত্তপ্ত বায়োমণ্ডলে অবদান রাখে।
পানি বাষ্প (H₂O) গ্রিন হাউজ গ্যাস হিসেবে বিবেচিত হয়।
অক্সিজেন গ্রিন হাউজ গ্যাসের মধ্যে অন্যতম।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।