অমল বাবুর দুগ্ধজাত খাবার তৈরির একটি কারখানা আছে। একদিন একদল ছাত্র সেটা দেখতে এলে অমল বাবু দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে জীবপ্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন। খামারে থাকা ১৫ বছরের ছেলেটিকে দেখে জনৈক ভদ্র মহিলা তার ছেলে বলে দাবি করেন। তারপর তিনি আদালতের শরণাপন্ন হলে আদালত একটি টেস্টের মাধ্যমে ছেলেকে তার কাছে হস্তান্তর করেন।
ক) সেন্ট্রোমিয়ার কাকে বলে?
খ) উদ্ভিদে টিস্যু কালচার কেন করা হয়? ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকের টেস্টের মাধ্যমে ভদ্র মহিলা কীভাবে তাঁর সন্তানকে ফিরে পেলেন? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের প্রযুক্তির ব্যবহার অমল বাবুর কারখানার জন্য গুরুত্বপূর্ণ কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সেন্ট্রোমিয়ার কাকে বলে?
উদ্ভিদে টিস্যু কালচার কেন করা হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের টেস্টের মাধ্যমে ভদ্র মহিলা কীভাবে তাঁর সন্তানকে ফিরে পেলেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের প্রযুক্তির ব্যবহার অমল বাবুর কারখানার জন্য গুরুত্বপূর্ণ কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।