একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1। ভগ্নাংশটির বর্গ করে যে ভগ্নাংশ পাওয়া যায় তার হর, লব অপেক্ষা 31 বেশি।
ক) সমাধান সেট নির্ণয় কর:
খ) ভগ্নাংশটি নির্ণয় কর।
গ) লব ও হরের গুণফলকে টাকায় প্রকাশ করে মাহদি সেই টাকা দ্বারা কিছুসংখ্যক কলম ক্রয় করলো। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেতো তবে প্রতিটি কলমের মূল্য গড়ে 1 টাকা কম পড়তো। মাহদ্দি কতগুলো কলম ক্রয় করেছিল?
সমাধান সেট নির্ণয় কর:
ভগ্নাংশটি নির্ণয় কর।
লব ও হরের গুণফলকে টাকায় প্রকাশ করে মাহদি সেই টাকা দ্বারা কিছুসংখ্যক কলম ক্রয় করলো। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেতো তবে প্রতিটি কলমের মূল্য গড়ে 1 টাকা কম পড়তো। মাহদ্দি কতগুলো কলম ক্রয় করেছিল?