কার্বক্সিলিক এসিড জলীয় দ্রবণে আংশিকভাবে আয়নিত হয়।
লিনোলিক এসিড একটি অসম্পৃক্ত ফ্যাটি এসিড।
কার্বক্সিলিক এসিডের অণুতে কার্বোনিল মূলকের সাথে যুক্ত O এবং H পরমাণু অনুরণন প্রক্রিয়ায় থাকে না।
ফরমিক এসিড অ্যালডিহাইড ও এসিড উভয়ের ধর্ম প্রদর্শন করে।
অ্যাসিটিক এসিডের প্রস্তুতিতে অ্যাসিটিলিন ব্যবহার করা হয়।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।