সাইমন কমিশনের প্রতিবেদন ভিত্তিতে ১৯৩৫ খ্রিষ্টাব্দে ভারত শাসন আইন প্রণয়ন করা হয়।
সাইমন কমিশন গঠনের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর স্বায়ত্তশাসন লাভ করার যোগ্যতা তদন্ত করা।
কংগ্রেস, মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা সাইমন কমিশনের বিরুদ্ধে বয়কটের সিদ্ধান্ত নেয়।
সাইমন কমিশনে ভারতীয় সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছিল।
'সাইমন ফিরে যাও' স্লোগানটি সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক ছিল।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।