সমান্তরাল রেখাগুলো সর্বদা পরস্পর থেকে একই দূরত্বে থাকে।
কেবল মাত্র অনুভূমিক রেখাগুলোই একে অপরের সাথে সমান্তরাল হয়।
সমান্তরাল রেখাগুলো এমন রেখা, যেগুলো কোনো তলে একে অপরকে ছেদ করবে না।
স্থানাংক তলে সমান্তরাল রেখার ঢাল সমান হয়।
সমান্তরাল রেখার প্রতীক হলো '$||$'।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।