ধাতুর ক্ষয় হয় সাধারণত বাতাস এবং পানির সংস্পর্শে আসলে। আমরা বিভিন্নভাবে এই ক্ষয় রোধ করার চেষ্টা করি। ধাতুর উপরে রং এর প্রলেপ দেই এছাড়া বেশি সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেই। এভাবে আমরা ধাতুর ক্ষয় রোধ করার চেষ্টা করি। যেমন, লোহার তৈরি জিনিসের উপরে কপার ধাতুর প্রলেপ দেয়া হয়।
ক) খনিজমল কাকে বলে?
খ) প্রাকৃতিক পলিমার কাকে বলে?
গ) উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটির নাম লেখো এবং পদ্ধতিটি বর্ণনা করো।
ঘ) উদ্দীপকে উল্লেখিত কম সক্রিয় ধাতুটি লঘু নাইট্রিক এসিডের সাথে বিক্রিয়া করে না কিন্তু গাঢ় নাইট্রিক এসিডের সাথে বিক্রিয়া করে যুক্তিসহ বর্ণনা করো।