৫০ টাকার ক্রয়মূল্যে ৬ টাকার লাভ হলে লাভের শতকরা ১২%।
যদি বিক্রয়মূল্য ক্রয়মূল্যের সমান হয়, তাহলে লাভ হবে শূন্য।
একজন দোকানি ২ হালি ডিম ৫০ টাকা ক্রয়ে ৫৬ টাকায় বিক্রি করলে লাভ হয়।
লাভের শতকরা সবসময় ক্ষতির শতকরা চেয়ে বেশি হয় না।
বিক্রয়মূল্য যদি ক্রয়মূল্য থেকে কম হয়, তাহলে ক্ষতি হয়।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।