মৌলিক গুণনীয়ক পদ্ধতি ব্যবহার করে ৩৬ এর বর্গমূল ৫।
বর্গমূলের চিহ্ন $ \sqrt{} $ দ্বারা প্রকাশ করা হয়।
মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে একজাতীয় মৌলিক গুণনীয়ক জোড়ায় জোড়ায় গ্রুপ করতে হয়।
এক জাতীয় মৌলিক গুণনীয়ক জোড়ায় থাকলে, প্রতিটি জোড়া থেকে দুটি করে একজাতীয় গুণনীয়ক নিয়ে বর্গমূল বের করা হয়।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।