$\triangle LMN$ এর $L$ এর সমদ্বিখন্ডক $LP, MN$ এর $P$ বিন্দুতে ছেদ করেছে। $LP$ এর সমান্তরাল $NT$ রেখাংশ বর্ধিত $LM$ কে $T$ বিন্দুতে ছেদ করেছে।
ক) ক. দেখাও যে, দুটি ত্রিভুজের ভূমি সমান হলে, তাদের ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক।
খ) প্রমাণ কর যে, $MP :PN = LM: LN$।
গ) $MN$ এর সমান্তরাল $ST,$ যা $LM$ ও $LN$ কে যথাক্রমে $S$ ও $T$ বিন্দুতে ছেদ করে তবে প্রমাণ কর যে, $MP : PN = SM : TN$।