এক বছর পর টাকার পরিমাণ প্রাথমিক আমানতের সমান।
আমানতের মুনাফা শুধুমাত্র শেয়ার কেনার জন্য ব্যবহৃত হয়।
সরল মুনাফা প্রতি বছর শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের ওপর হিসাব করা হয়।
চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ একই জিনিস।
এক বছরে ১০০ টাকায় যে মুনাফা হয়, তাকে মূলধন বলা হয়।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।