একটি গুণোত্তর ধারার ৪র্থ পদ $ \frac{1}{\sqrt{2}} $, ৯ম পদ $ \frac{1}{8} $ এবং একটি সমান্তর ধারার $p$ তম পদ $x, q$ তম পদ $y$।
ক) প্রথম ১২ টি জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় কর।
খ) সমান্তর ধারাটির $p+q-1$ তম পদ নির্ণয় কর।
গ) গুণোত্তর ধারাটি নির্ণয় করে এর ১৫ তম থেকে ২৫ তম পদের সমষ্টি নির্ণয় কর।