একটি সমান্তর ধারার ১৫ তম পদ ৭৩ এবং ২০ তম পদ ৯৮। অপর একটি গুণোত্তর ধারা $ \sqrt{2} + x + y + z + \frac{1}{2 \sqrt{2}} $ দেওয়া আছে।
ক) ক. ১ম পদ $ a $ এবং সাধারণ অন্তর $ d $ ধরে দুইটি সমীকরণ গঠন কর।
খ) সমান্তর ধারাটির ২৫ তম পদ নির্ণয় কর।
গ) $ x, y $ ও $ z $ এর মান নির্ণয় কর।