রানার বাবা গত বছর রানাকে এক ধরনের কাপড়ের তৈরি শার্ট কিনে দেন যার তন্তুগুলো অণুবীক্ষণ যন্ত্রে নলের মতো দেখায়। এ বছর শীতে পরিধানের জন্য তার মা একটি সোয়েটার কিনে দেন যার তন্তুর মাঝে ফাঁকা জায়গা থাকে এবং কুঞ্চন প্রতিরোধের ক্ষমতা রয়েছে। তার জন্মদিনে মামা উপহার হিসেবে একটি পাঞ্জাবী কিনে দেন যার তন্তুগুলো এক প্রজাতির পোকার গুটি হতে বিশেষ প্রক্রিয়ায় আহরণ করা হয়।
ক) রাবার কাকে বলে?
খ) বাকেলাইটকে কেন থার্মোসেটিং প্লাস্টিক বলা হয়?
গ) উদ্দীপকে মায়ের কিনে দেওয়া পোশাকের তন্তু কীভাবে সংগ্রহ করা হয়? ব্যাখ্যা করো।
ঘ) গ্রীষ্মকালে পরিধানের জন্য বাবা ও মামার কিনে দেওয়া পোশাকের মধ্যে কোনটির ভূমিকা বেশি? তুলনামূলক বিশ্লেষণ করে মতামত দাও।
রাবার কাকে বলে?
বাকেলাইটকে কেন থার্মোসেটিং প্লাস্টিক বলা হয়?
উদ্দীপকে মায়ের কিনে দেওয়া পোশাকের তন্তু কীভাবে সংগ্রহ করা হয়? ব্যাখ্যা করো।
গ্রীষ্মকালে পরিধানের জন্য বাবা ও মামার কিনে দেওয়া পোশাকের মধ্যে কোনটির ভূমিকা বেশি? তুলনামূলক বিশ্লেষণ করে মতামত দাও।