সুজানা ও সুমনা দুই বোন। এক অনুষ্ঠানে খাওয়ার সময় সুজানা সুতি কাপড়ের এবং সুমনা রেশমি কাপড়ের জামা পরেছিল। কিছুক্ষণ পর সুমনা লক্ষ করল, সে ঘামছে অথচ সুজানা স্বাভাবিক। অনুষ্ঠান শেষে বাড়ি এসে সুমনা তার শিক্ষিকা মায়ের কাছে এর কারণ জানতে চাইল।
ক) পুন্ড উল কী?
খ) পলিথিন কীভাবে তৈরি হয়?
গ) সুমনার পরিহিত জামার সুতা কীভাবে সংগ্রহ করা হয়?
ঘ) উদ্দীপকের সুজানা ও সুমনার ভিন্ন অনুভূতি লাগার কারণ সম্পর্কে মা কী বলেছেন? তোমার মতামত দাও।
পুন্ড উল কী?
পলিথিন কীভাবে তৈরি হয়?
সুমনার পরিহিত জামার সুতা কীভাবে সংগ্রহ করা হয়?
উদ্দীপকের সুজানা ও সুমনার ভিন্ন অনুভূতি লাগার কারণ সম্পর্কে মা কী বলেছেন? তোমার মতামত দাও।