সাইফুল ফাইব্রেয়ন নামক এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি কাপড়ের শার্ট কিনলো। এটি ক্রয়ের আগে সে আরেকটি শার্ট ব্যবহার করেছে যা তুলার আঁশ থেকে তৈরি।
ক) পুন্ড উল কাকে বলে?
খ) তুলার ব্লেন্ডিং এবং মিক্সিং করা হয় কেন?
গ) সাইফুলের নতুন কেনা শার্টের কাপড়ের সুতা তৈরির কৌশল ব্যাখ্যা করো।
ঘ) সাইফুলের উল্লিখিত দুটি শার্টের মধ্যে ব্যবহারের দিক দিয়ে কোনটি বেশি আরামদায়ক? বৈশিষ্ট্য উল্লেখপূর্বক যুক্তি-সহ মতামত দাও।
পুন্ড উল কাকে বলে?
তুলার ব্লেন্ডিং এবং মিক্সিং করা হয় কেন?
সাইফুলের নতুন কেনা শার্টের কাপড়ের সুতা তৈরির কৌশল ব্যাখ্যা করো।
সাইফুলের উল্লিখিত দুটি শার্টের মধ্যে ব্যবহারের দিক দিয়ে কোনটি বেশি আরামদায়ক? বৈশিষ্ট্য উল্লেখপূর্বক যুক্তি-সহ মতামত দাও।