গফুর খুলনায় বেড়াতে এসে মার্কেটে যাওয়ার সময় দেখল রাস্তার পাশে ডাস্টবিনের ময়লা-আবর্জনা থেকে পরিচ্ছন্নতা কর্মী পলিথিন, পানির বোতল, বাচ্চাদের খেলনার ভাঙ্গা টুকরা ইত্যাদি আলাদা করে ব্যাগে রাখছে। পরে সে মার্কেট থেকে গরমের জন্য আরামদায়ক একটি জামা কিনে বাড়িতে আসলো।
ক) পলিমার কাকে বলে?
খ) রেশমকে তন্তুর রানি বলা হয় কেন?
গ) গফুরের ক্রয়কৃত জামাটির তন্তুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের পরিচ্ছন্নতা কর্মীর কর্মকাণ্ড অর্থনৈতিকভাবে লাভজনক ও পরিবেশ বান্ধব কি না? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
পলিমার কাকে বলে?
রেশমকে তন্তুর রানি বলা হয় কেন?
গফুরের ক্রয়কৃত জামাটির তন্তুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উদ্দীপকের পরিচ্ছন্নতা কর্মীর কর্মকাণ্ড অর্থনৈতিকভাবে লাভজনক ও পরিবেশ বান্ধব কি না? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।