মি. মাছুদ নীলগীরি কোং লি.-এর ব্যবস্থাপনা পরিচালক। শ্রমিক-কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালন করে থাকেন। তিনি যোগ্যতা অনুযায়ী দায়িত্ব অর্পণ করে মানবিক ও বস্তুগত সব উপকরণের সর্বোচ্চ ব্যবহারে দক্ষতার পরিচয় দেন। ফলে সমজাতীয় প্রতিষ্ঠানের তুলনায় সহজে লক্ষ্য অর্জিত হয়।
ক) ট্রেডমার্ক কাকে বলে?
খ) “সততা ব্যবসায়ের মূল্যবান সম্পদ” - ব্যাখ্যা করো।
গ) নীলগীরি কোং লি. এর নেতৃত্বের ধরন ব্যাখ্যা করো।
ঘ) মি. মাছুদের প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সুষ্ঠু ব্যবস্থাপনার অবদান মূল্যায়ন করো।