জিসান ৫ কেজি ভরের একটি লোহার গোলককে ১.৫ মি./সে. ত্বরণে একটি মসৃণ মেঝের উপর দিয়ে গড়িয়ে দিল। সে একই গোলককে একই বল প্রয়োগ করে একটি অমসৃণ মেঝের উপর গড়িয়ে দিয়ে দেখল তা পূর্বাপেক্ষা কম দূরত্ব অতিক্রম করছে।
ক) বল কাকে বলে?
খ) চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে কেন?
গ) গোলকটির উপর জিসানের প্রযুক্ত বলের মান নির্ণয় করো।
ঘ) দুটি মেঝেতে গোলকটির অতিক্রান্ত দূরত্বের তারতম্যের কারণ বিশ্লেষণ করো।
বল কাকে বলে?
চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে কেন?
গোলকটির উপর জিসানের প্রযুক্ত বলের মান নির্ণয় করো।
দুটি মেঝেতে গোলকটির অতিক্রান্ত দূরত্বের তারতম্যের কারণ বিশ্লেষণ করো।