মীম বাসে ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। বাসটির ভর ছিল ৬০০ কেজি এবং এটি ১০মি./সে. ত্বরণে চলছিল। চলন্ত বাসটিকে হঠাৎ ড্রাইভার ব্রেক চাপলে মীমসহ যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ল। আবার বাসটি যখন চলতে শুরু করল তখন তারা পেছনের দিকে হেলে পড়ল।
ক) নিউটনের গতির তৃতীয় সূত্রটি কী?
খ) আম গাছ থেকে মাটিতে পড়ে কেন?
গ) উদ্দীপকের বর্ণনা অনুযায়ী বাসটির উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো।
ঘ) উদ্দীপকে যাত্রীরা প্রথমে সামনের দিকে ঝুঁকে পড়লেও পরবর্তীতে পেছনে হেলে পড়ার কারণ বিশ্লেষণ করো।
নিউটনের গতির তৃতীয় সূত্রটি কী?
আম গাছ থেকে মাটিতে পড়ে কেন?
উদ্দীপকের বর্ণনা অনুযায়ী বাসটির উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো।
উদ্দীপকে যাত্রীরা প্রথমে সামনের দিকে ঝুঁকে পড়লেও পরবর্তীতে পেছনে হেলে পড়ার কারণ বিশ্লেষণ করো।