গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে সৌরভ ও তার বোন নৌকায় করে একটি বিলে শাপলা ফুল তুলছিল। নৌকায় ওঠার সময় সৌরভ লক্ষ্য করলো, মাঝি ৩০০ কেজি ভরের নৌকায় ৭০ নিউটন বল প্রয়োগ করে ধাক্কা দিলে নৌকাটি সামনের দিকে এগিয়ে গেল। কিন্তু সে খানিকটা পিছনে সরে গেল। এদিকে ফুল তুলতে গিয়ে তার বোনের হাতের ফোলানো বেলুনটি হঠাৎ বাতাস বের হতে হতে বিলে পড়ে গেল।
ক) বল কী?
খ) জড়তা বলতে কী বোঝায়?
গ) নৌকাটির ত্বরণ নির্ণয় করো।
ঘ) উদ্দীপকে উল্লিখিত ঘটনা দুইটি নিউটনের একই সূত্রের প্রয়োগ- বিশ্লেষণ করো।
বল কী?
জড়তা বলতে কী বোঝায়?
নৌকাটির ত্বরণ নির্ণয় করো।
উদ্দীপকে উল্লিখিত ঘটনা দুইটি নিউটনের একই সূত্রের প্রয়োগ- বিশ্লেষণ করো।