কোন পদ্ধতিতে যুদ্ধ করে শত্রুদের আক্রমণ করা হয়, তা শুধুমাত্র প্রধান সেনাপতি নির্ধারণ করতেন।
সিলেট জেলার সমগ্র উত্তর ও পশ্চিমাঞ্চল ৫ নম্বর সেক্টরের আওতায় ছিল।
মেজর নাজমুল হক শুরুতে দিনাজপুর, রাজশাহী ও পাবনা এলাকায় দায়িত্বে ছিলেন।
মুজিবনগর সরকার যুদ্ধের অগ্রগতি এবং সাফল্য পর্যালোচনার জন্য জোনাল কাউন্সিল গঠন করে।
৯ নম্বর সেক্টরের আওতাধীন ছিল বরিশাল এবং পটুয়াখালী।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।