জিব্বেরেলিন কিছু কিছু উদ্ভিদের বীজের সুপ্তাবস্থা ভাঙতে পারে।
অক্সিন উদ্ভিদের কোষের দৈর্ঘ্য বৃদ্ধি বাধা দেয় না।
বাহ্যিক উদ্দীপনার প্রতি উদ্ভিদের চলনকে ট্রপিক চলন বলা হয়।
ফ্লোরিজেন উদ্ভিদের মূলতে সংশ্লেষিত হয় না এবং পুষ্পায়নে সহায়তা করে না।
ইথিলিন ফল পাকাতে সহায়তা করে।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।