ফুয়েল সেলের কার্যকারিতা নির্ভর করে অ্যানোডের উপর প্রভাবকীয় জারণে।
ফুয়েল সেলকে এক ধরনের সেকেন্ডারি কোষ বলা হয়।
ফুয়েল সেলে মিথানল গ্যাস ব্যবহৃত হয় ফুয়েল হিসেবে।
ফুয়েল সেলের ক্যাথোডে অক্সিজেন দ্বারা প্রভাবকীয় বিজারণ ঘটে।
ফুয়েল সেলের অ্যানোডে নাইট্রোজেন গ্যাস প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।